
লাল দর্পণ।। যুক্তরাষ্ট্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া পাঁচ বছরের নিচের শিশুদের একত্রীকরণের সময় সীমা বাড়িয়েছে দেশটির একটি আদালত। অভিবাসন নীতিতে সরকারের জিরো টলারেন্সের কারণে যুক্তরাষ্ট্রে অনেক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নির্ধারিত সময়সীমার মধ্যে প্রায় অর্ধেক শিশু তাদের পরিবারের সাথে একত্রিত হতে পারবে বলে সরকারি আইনজীবীর ঘোষণার পর সান-ডিয়াগোর আদালতের বিচারক এ সময়সীমা বর্ধিত করেন। বিচারক ডানা স্বরাও তার রায়ে পিতা-মাতার সাথে শিশুদের একত্রীকরণের জন্য পূর্ব নির্ধারিত ২৬ জুলাইয়ের চেয়ে আরো বেশি সময় দিয়েছেন সরকারকে।
দেশ-বিদেশে তীব্র সমালোচনার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জুন পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদেরকে পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয়ার নীতিতে স্বাক্ষর করেন। তারপরও প্রয়োজনীয় তথ্যের অভাবে এবং খুঁজে না পাওয়ার কারণে অনেক শিশুকে তাদের পিতা-মাতার কছে ফেরত দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে বলে এএফপি সুত্রে প্রকাশ।