
লাল দর্পণ।। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) লালমনিরহাট সার্কেল কর্তৃক লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেটবিহীন মোটরসাইকেল এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ এপ্রিল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর এর উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ফাহমিদা পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং গৃহীত অতিরিক্ত ভাড়া যাত্রীদের মাঝে ফেরৎ প্রদানের ব্যবস্থা করা হয়।
মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) লালমনিরহাট সার্কেল জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এধরণের অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।