বাইশ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

লাল দর্পণ।। হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহুবর রহমান (৪৫) কে বাইশ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। ২ ফেব্রæয়ারি বুধবার রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা পুলিশ জানায়, ১৯৯৯ সালের মে মাসে লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলায় মহিষখোচা ইউনিয়নের চর গোবরধন গ্রামে মহুবরের বাবা মনসুর আলীর জমির ফসল খায় একই এলাকার বছর উদ্দিনের গরু। তারই জের ধরে মনসুর আলীর নির্দেশে মহুবর তার প্রতিবেশী বছর উদ্দিন ও তার ছেলে আফজাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন ঘটনাস্থলেই আফজাল হোসেন মারা যান। এ ঘটনায় মামলা হলে পুলিশ মনসুর আলীকে গ্রেপ্তার করলেও মহুবর সে সময় পালিয়ে যায়।

চার বছর মামলার শুনানি শেষে আদালত ২০০৩ সালে মনসুর আলী ও তার ছেলে মহুবরকে যাবজ্জীবন কারাদন্ড দেন । মনসুর আলী যাবজ্জীবন সাজা ভোগ করলেও মহুবর ছিলো পলাতক। দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকার পর বুধবার সকালে মহুবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পলাতক আসামি মহুবরকে ধরতে আদিতমারী থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বুধবার সকালে তাকে রংপুরের মাহিগঞ্জ থানার আলুপট্টি বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম