
লাল দর্পণ।। ১৭ আগস্ট শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়াল খোওয়া কলেজ প্রাঙ্গনে “বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১: লালমনিরহাট জেলার ভূমিকা” শীর্ষক বীরমুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করেন ভারতের রায়গঞ্জ বিশ^বিদ্যালয়ের পিএইচ.ডি গবেষক ও উত্তর বাংলা কলেজের প্রভাষক আবতাবুজ্জামান।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গবেষণার বিবরণ তুলে ধরেন পিএইচ.ডি গবেষক আবতাবুজ্জামান।
আলোচনায় বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও নদী ঘোরাও নদীর পথে সংগঠনের জেলা সমন্বয়কারী সবুজ আলী আপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অরন্য অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুল ইসলাম তাজু, লাল দর্পণ এর স্টাফ রিপোর্টার ও দেশসংবাদ এর জেলা প্রতিনিধি সোহেল রানা এবং প্রতিদিনের বাংলাদেশ এর কালীগঞ্জ প্রতিনিধি ফারহান আলী প্রমুখ।
সাক্ষাৎকারে ১৫ জন বীরমুক্তিযোদ্ধা স্বত্ব:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।