বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন ড. এস এম শফিকুল ইসলাম কানু

লাল দর্পণ।। গুণী সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধ গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু। ৩০ মে সোমবার সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলরুমে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজনে বসুন্ধরা গ্রæপ ৫টি ক্যাটাগরিতে ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। একই সঙ্গে তৃণমুল সাংবাদিকতায় অবদান রাখায় বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে এ অ্যাওয়ার্ড প্রদান করবে।

তৃণমুল পর্যায়ে সাংবাদিকতার বিকাশ ও পেশাটিকে সর্বস্তরে গ্রহণযোগ্য করে তুলতে ড. এস এম শফিকুল ইসলাম কানু’র মুল্যবান অবদানের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও স্বীকৃতি স্বরূপ একজন গুণী সাংবাদিক হিসেবে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

লাল দর্পণ পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট জেলায় সাংবাদিকতার পথিকৃতবর্গের অন্যতম ড. এস এম শফিকুল ইসলাম কানুকে অভিনন্দন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম