
লাল দর্পণ।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ উপলক্ষে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রæয়ারি দুপুর ২.৩০ ঘটিকায় একঘন্টা ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় লালমনিরহাট জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ‘ক’ গ্রæপে (৪-৬ বছর) অংশ গ্রহণ করে ১৯ জন, ‘খ’ গ্রæপে (৬-১০ বছর) ৩১ জন এবং ‘গ’ গ্রæপে (১০-১৬ বছর) ২৫ জন।
‘ক’ গ্রæপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে- আবরার মুসা শান, রাফিদ হোসাইন রাফি ও রাকিবুল হাসান রাজ। ‘খ’ গ্রæপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে- প্রার্থনা ইবনাত অর্থী, আফিহা মালিহা পুণ্য ও রিফাইয়া সুলতানা তমা। ‘গ’ গ্রæপে ১ম স্থান অধিকার করে খোঁচাবাড়ী মডেল স্কুলের শিক্ষার্থী প্রতনু পুষন এবং ২য় ও ৩য় স্থান অধিকার করে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে- মনিষা রানী ও জান্নাতুল ফেরদৌস। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন জেলার জনপ্রিয় চিত্র শিল্পী তাপস চন্দ্র বনিক।
ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অতিঃ দায়িত্ব) এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন লালমনিরহাট পুলিশ সুপার এবং ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবিদা সুলতানা বিপিএম, পিপিএম। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ ও সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আতিকুল হক এবং এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তুষার বর্মণ ও লীনা বর্মণ জয়া।