
স্টাফ রিপোর্টার ।। ১৭ জুন রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট -এর ১যুগ পূর্তি ও পুনর্মিলনী’২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। র্যালি শেষে আলোচনা সভা, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও কর্তৃপক্ষের মাঝে শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার রশিদুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার এন.এম. নাসির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুশান্ত কুমার, বীরমুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীরপ্রতীক, লালমনিরহাট বার্তা’র সম্পাদক গেরিলা লিডার ড. এস. এম. শফিকুল ইসলাম কানু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্মা।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্তৃপক্ষ সহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পরিচালিত একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান।