
লাল দর্পণ।। মোগল আমলে নির্মিত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের অন্তর্গত গিলাবাড়ী পুরাতন জামে মসজিদ পরিদর্শন করেছেন প্রতœতত্ত¡ আধিদপ্তরের রবীন্দ্র কাচারীবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর কাস্টোডিয়ান মোঃ আবু সাইদ ইনাম তানভিরুল।
১৯ ফেব্রæয়ারি শনিবার সকাল ১০ তিনি এ মসজিদ পরিদর্শন করেন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মসজিদটি সংরক্ষণের ব্যাপারে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলাধীন ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন, ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাত্তন ছাত্র মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, মসজিদের মুয়াজ্জিন নুর ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ আসাদুজ্জামান, মোঃ আসাদুল ইসলাম, মোঃ আব্দুল আলিম, জামাদুল ইসলাম পুতুল, মোঃ মধু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতœতত্ত¡ আধিদপ্তরের কাস্টোডিয়ান মোঃ আবু সাইদ ইনাম তানভিরুল লাল দর্পণকে বলেন, ‘গিলাবাড়ীতিন গম্বুজ মসজিদটি লালমনিরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ প্রতœতাত্তি¡ক নিদর্শন। এটি মোগল আমলে নির্মিত বলে প্রতীয়মান হয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য এ প্রতœস্থলটি সঠিকভাবে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি। প্রতœস্থলটি প্রতœ-আইনের অনুক‚লে আনার জন্য প্রক্রিয়া চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাত্তন ছাত্র মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘মোগল আমলে নির্মিত গিলাবাড়ী পুরাতন জামে মসজিদটি সংরক্ষণের ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে আমি জেলা প্রশাসন সহ প্রতœতত্ত¡ অধিদপ্তরে যোগাযোগ করে আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদান করেছি। প্রতœস্থলটি রক্ষা করতে এটি প্রতœ-আইনের অনুক‚লে আনার বিকল্প নেই। আমরা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’
এরপর তিনি লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সাথে সাক্ষাৎ শেষে লালমনিরহাট জেলা জাদুঘর পরিদর্শন করেন।