
প্রতিবন্ধী
-মোছাঃ আজমেরী হোসেন এম.এ, বি.এস.এড
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
বাক্ শক্তি নেই তাদের
বলতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
শ্রবণ শক্তি নেই তাদের
শুনতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
দৃষ্টি শক্তি নেই তাদের
দেখতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
হাতে শক্তি নেই তাদের
ধরতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
পাঁয়ে শক্তি নেই তাদের
চলতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
স্বাভাবিক বুদ্ধি নেই তাদের
বুঝতে পারে না তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
পরিবার সমাজ সবার কাছে
অবহেলা তাচ্ছিল্য পায় তারা।
জন্ম যেন আজন্ম পাপ
প্রতিবন্ধী হয়ে জন্মে যারা,
মানব সম্পদেও হয় পরিণত
যদি পরিচর্যা পায় তারা।
তাদের তরে সরকারের সুদৃষ্টি
প্রতিবন্ধী হয়ে জন্মেছে যারা,
আসুন সবাই বাড়াই হাত
মানব সম্পদ হোক তারা।।
—————————————–
মোছাঃ আজমেরী হোসেন এম.এ, বি.এস.এড
কবি ও শিক্ষক, লালমনিরহাট