
মোঃ আব্দুর রাজ্জাক।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে।
আগামী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুধু পাসপোর্ট ধারী যাত্রীরা এ বন্দর দিয়ে চলাচল করতে পারবেন। বুড়িমারী কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চ্যংরাবান্ধা এক্সপোর্টারসি অ্যান্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়কী কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে আবার সব ধরণের কার্যক্রম আগের মতোই চলবে।