
সোহাগী খাতুন।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৯ জুন মঙ্গলবার দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ শহীদ আফজাল মিলনায়তনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।
কৃষি পুনর্বাসনের আওতায় পাটগ্রাম উপজেলা আটটি ইউনিয়ন ও পৌরসভার মোট ৭০০ জন কৃষকের মাঝে কৃষি বীজ
ও সার বিতরণ করা হয়।