
লাল দর্পণ।। বাংলাদেশের আকাশে ১১ জুলাই রবিবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ্ব মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আযহা। সে হিসাবে আগামী ২১ জুলাই বুধবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
১১ জুলাই রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে পবিত্র ঈদ। পশুর হাটে যাওয়ার পরিবর্তে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে উৎসাহিত করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
করোনা সংক্রমণ রোধে সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সরকার।