
জাকির হোসেন, (শার্শা) প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার নাভারণে মাস ব্যাপী ইফতারের আয়োজন করেছেন উদ্ভাবক মিজানুর রহমান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনা ভাইরাস রোগমুক্তি কামনায় এতিম পথশিশু ও সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত মানুষের জন্য মাস ব্যাপী এ ইফতারের আয়োজন করেছেন তিনি।
মাস ব্যাপী এ ইফতারের আয়োজনের প্রথম দিনের শুভসূচণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন মোল্যাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
মাস ব্যাপী প্রতিদিনের ইফতারীর আয়োজনে উপস্থিত এতিমদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণের পাশাপাশি ভ্রাম্যমাণ খাবার গাড়িতে করে ইফতার সামগ্রীসহ খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উদ্ভাবক মিজান।
এরই ধারাবাহিতায় ১৪এপ্রিল প্রথম রমজানে সামটা মুসলিম এতিমখানাতে এতিমদের কাছে পবিত্র গ্রন্থ আল-কোরআন ও ইফতার সামগ্রী পৌছে দিয়েছেন উদ্ভাবক মিজানুর রহমান।
উদ্ভাবক মিজান বলেন, এখানে মাসব্যাপী ইফতারের পাশাপাশি প্রতিদিন ভিন্ন ভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ করা সহ ইফতার এবং খাবার ফেরি করে বিতরণ করা হবে।