ধর্মীয় ভাব-গাম্ভির্য্যতায় শান্তিপূর্ণভাবে লালমনিরহাটে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে

লাল দর্পণ।। ২২ আগস্ট বুধবার সারা দেশের ন্যায় ধর্মীয় ভাব-গাম্ভির্য্যতায় লালমনিরহাটেও ঈদুল আযহা পালিত হয়েছে। লালমনিরহাট জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র শান্তিপূর্ণভাবে মুসলমানদের অন্যতম এ ধর্মীয় উৎসব পালিত হতে দেখা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহর এলাকায় অধিকাংশ ঈদের নামাজ শুরু হয়েছে সকাল ৮টা থেকে সাড়ে ৮টায়। লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। এখানে নামাজ আদায় করেছেন পাবলিক সার্ভিস কমিশন এর সদস্য হামিদুল হক মন্টু, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জাপা’র কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা ও লাল দর্পণ সম্পাদক ড. মো: আশরাফুজ্জামান মন্ডল সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

জেলার গ্রাম এলাকাগুলোতে অধিকাংশ ঈদের নামাজ শুরু হয়েছে সকাল ৯টার পর। সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহ গুলোতে পুলিশের কড়া নিরাপত্তামূলক অবস্থান লক্ষ্য করা গেছে। জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিজ্ঞমহল সহ সাধারণ মুসল্লীরা।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম