
লাল দর্পণ।। ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতুর নিচে নদীতে গোসল করতে এসে প্রাণ হারালেন রাকিব।
৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতুর নিচে নদীতে গোসল করতে এসে প্রাণ হারিয়েছেন রাকিব (১৬) নামে এক যুবক। রকিবের বাড়ি লালমনিরহাট পৌরসভার সুকান দিঘী এলাকায়। তার পিতার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাকিব সহ মোট ৯ জন গোসল করতে আসেন ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতুর নিচে। তাদের মধ্যে ৮জন নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করেন অন্যরা। তিনি কয়েকবার পানিতে নামতে ধরে আবার নদীর পাড়ে উঠে আসেন এবং এক পর্যায়ে পানিতে নামেন। আস্তে আস্তে একটু গভীর পানিতে গিয়েই তলিয়ে যান তিনি। সবাই অনেক খোঁজ করার পরও তার সন্ধান না পাওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম আসে। অতঃপর বিকাল ৫টার দিকে তারা রাকিবের মৃত দেহ উদ্ধার করেন।
এ ব্যাপরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ও উদ্ধার কাজ চালান। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্য আবুল কালাম আজাদ নিখোঁজ রাকিবের মৃত দেহ উদ্ধার করেন। উদ্ধারের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৩শত গজ দূরে একটি গভীর জায়গায় রাকিবের মৃত দেহ পাওয়া যায়। সেখানে ২৫-৩০ ফিট গভীর পানি ছিল।