
লাল দর্পণ।। রংপুরে দেশীয় মদসহ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও তার সহযোগি মোঃ রাসেল মিয়াকে আটক করেছে র্যাব-১৩।
২৩ অক্টোবর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এক প্রেস বার্তায় র্যাব জানায়, গোপন সংবাদরে ভিত্তিতে গত ২২ অক্টোবর শুক্রবার বিকালে রংপুরের শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল দেশীয় মদ সহ মোঃ মশিউর রহমান ও তার সহযোগি মোঃ রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করে র্যাব।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আটক দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।