
মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) ।। ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শিশুদের বাজেট ভাবনা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার ৪টি ইউনিয়নের ৪০টি শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে কেন্দ্রীয় প্রজাপতি শিশু ফোরাম এর আয়োজনে হোসেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কেন্দ্রীয় প্রজাপতি শিশু ফোরাম এর সভপতি আরমিনা আক্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় যুব ফোরাম এর সভাপতি রনি মহন্ত’র সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকার, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী এপি ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার স্বপন সিংহ, শান্তনন সিংহ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের সদস্যরা বক্তব্য রাখেন।
শিশু অধিকার বাস্তবায়ন, শিশু কল্যাণ ও শিশু সুরক্ষা তহবিলসহ বেশকিছু দাবী নিয়ে শিশু ফোরামের সদস্যরা তাদের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের লক্ষে ইউপি চেয়ারম্যানদের প্রতি জোরদাবী জানান।
অপরদিকে ইউপি চেয়ারম্যানরা তাদের প্রতিটি বাজেটে শিশুদের জন্য কিছু অংশ রাখার বিষয়ে আশ্বস্থ্য করেন।