
লাল দর্পণ।। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ওয়ার্কস্পেস ইনফোটেক লিমিটেড, ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন ও সফটসেল সলিউশন লিমিটেড এর যৌথ উদ্যোগে দিনাজপুর জেলায় মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প চলমান রয়েছে।
এ প্রকল্পের Lot-1B এর আওতায় ৪৩৭৫ জন সুদক্ষ Android & iOS ডেভেলপার গড়ে তোলার উদ্দেশ্যে দিনাজপুর জেলার ফাস্ট আই টি সল্যুশন, নমিনগর -এ ৩ টি ব্যাচে ১০৫ জনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
এ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার দেশে বেশ কিছু গেইম এন্ড টেস্টিং সেন্টার স্থাপনের মাধ্যমে এর প্রচার ও প্রসারের দিকে সুনজর দিয়েছেন। বাংলাদেশে এ প্রকল্পের প্রথম ধাপে ১৬ হাজার ১শত জন প্রশিক্ষিত ডেভেলপার প্রস্তুত করা হবে। প্রশিক্ষিত এ জনগোষ্ঠী সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সংযুক্ত হবেন এবং ইন্ডাস্ট্রির নতুন জনগোষ্ঠীকে প্রশিক্ষণের ক্ষেত্রে তারা বিশেষ ভ‚মিকা পালন করবেন।
সর্বোপরি প্রকল্পটির মাধ্যমে দেশের গেইম ইন্ডাস্ট্রির বিকাশ সাধনের পাশাপাশি দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত যুব সমাজের জন্য অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের উৎসও সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।