১৭ ও ১৮ ফেব্রুয়ারী তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি

লাল দর্পণ।। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির প্রস্তুতিমুলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলন, কুড়িগ্রাম জেলা আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মোস্তফা এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ তিস্তাপাড়ের কয়েক হাজার জনগণ উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম