তিস্তায় পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায় প্রায় তিনগুণ। ২৪ মে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ব্যারাজ পয়েন্টের পানির উচ্চতা দেখা যায় ৫১.১০ সেন্টিমিটার।
তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, পানির উচ্চতা একদিনে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ব্যারাজের কয়েকটি গেট খুলে দেয়া হয়েছে। ফলে তিস্তার চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তার পানি যদি এ হারে বৃদ্ধি পেতে থাকে তবে আশেপাশের প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাবেন কৃষকরা। কৃষিকাজের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের অভাবে এ বছর রংপুর-দিনাজপুরের কৃষকরা এখনও জমি চাষ শুরু করতে পারেননি।
এদিকে এক সপ্তাহ আগেও পানি প্রবাহের মাত্রা ছিল ৮০০ থেকে ৯০০ কিউসেক। সম্প্রতি তা বেড়ে দাঁড়িয়েছে ২৩০০ কিউসেকে। যা পূর্বের তুলনায় প্রায় তিনগুণ।
ভারতের গজলডোবা বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম