
লাল দর্পণ ।। ১৪ জুলাই শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে এ বছরের প্রথম হজ¦ ফ্লাইট ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান (বিজি-১০১১) ৪১৯ জন হজ¦যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে ফ্লাইট উদ্বোধন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হজ¦যাত্রীদের বিদায় জানান।
শনিবার বিমানের আরও ৩টি হজ¦ ফ্লাইট সৌদি আরব যাবে। বিমান বাংলাদেশের হজ¦ ফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১টা ৫৫ মিনিটে, বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে এবং বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। শাহজালাল বিমান বন্দরের পাশাপাশি এ বছর চট্টগ্রাম বিমান বন্দর থেকে ৯টি এবং সিলেট থেকে ৩টি হজ¦ ফ্লাইট পরিচালিত হবে।
একাধিক সুত্রে জানা যায়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ¦ অফিস মক্কার হজ কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এ বছরের প্রথম হজ¦যাত্রীদের স্বাগত জানাবেন।
এর আগে ১১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ¦ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৭ আগস্ট হজে¦র ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা শেষ হবে ২৫ সেপ্টেম্বর’২০১৮। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১২৮ জন হজে¦ যাওয়ার কথা রয়েছে।