
লাল দর্পণ।। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিক নিদের্শনায় ও লালমনিরহাট ডিবি’র ওসি সাদ আহমেদ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল স্ক্যাফ, ৪৯ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন।
১৬ ফেব্রুয়ারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিবি’র এসআই (নিঃ) অমিতাভ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন ০৫ নং হারাটি ইউনিয়নের ৪নং কিশামত চোংগাদ্বারা আলুটারী এলাকার মোঃ আঃ রহিম এর দোকানের সামন থেকে উল্লেখিত মাদকদ্রব্য সহ মোঃ এরশাদ আলী (৫০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ এরশাদ আলী লালমনিরহাট সদর উপজেলার কিশামত চিনাতলী গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে বলে ডিবি পুলিশ সুত্রে জানা যায়। এসময় তার কাছে ৫০ বোতল স্ক্যাফ ও ৪৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ১০০ সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল উদ্ধার করা হয় ।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।