ডিজিটাল ডিভাইস ব্যবহার করে টাকা আত্মসাৎ। লালমনিরহাট গোয়েন্দা পুলিশের হাতে দুইজন গ্রেফতার

লাল দর্পণ।। লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা কতৃক জালিয়াতি ও প্রতারণা মামলার দুই আসামী গ্রেফতার হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা সেনামৈত্রী হকার্স মার্কেট সংলগ্ন ঢাকাগামী হানিফ পরিবহনের টিটিক কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বানীনগর কাজীরহাট এলাকার মৃত বজলুর রহমানের পুত্র মোঃ হাফিজুল ইসলাম (২৫) এবং আদিতমারী উপজেলার উত্তর গোবধা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ আতাউর রহমান (৩৪)।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মামলার বাদী কালীগঞ্জ বাজারে সালমান পেপার হাউজ ও টেলিকম এর ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশ/নগদের ব্যবসা করার জন্য মোবাইল ব্যাংকিং নগদ এর ডিএসও আসামী ইমরান এর কাছ থেকে একটি নগদ এজেন্ট সীম (০১৬১৮১৮৫৮৭৪) ক্রয় করে ব্যবসা শুরু করেন। গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮.৫৫ টার দিকে মামলার আসামীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাদীর উক্ত ব্যবসায়ীক নগদ এজেন্ট সীমে থাকা ৫লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম