
লাল দর্পণ।। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) লালমনিরহাট জেলা শাখার নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল বারী, সাধারণ সম্পাদক হাফেজ হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
২৭ অক্টোবর শনিবার সকাল ৯ থেকে বিকাল ৪ পর্যন্ত লালমনিরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় খামারবাড়িতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ফুল চাঁদ বর্মন ও রেজাউল করিম সরকারকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল বারী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী অলক অধিকারী ও হুজ্জাতুল ইসলামকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী আবু সাঈদকে পরাজিত করে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান।
সর্বমোট ১৩০ টি ব্যালট পেপারের মধ্যে ব্যবহৃত বৈধ্য ব্যালট ছিল ১১৫ টি এবং অব্যবহৃত ছিল ১৫ টি। সভাপতি পদে লতিফুল বারী ভোট পেয়েছেন ৮৮ টি, প্রতিদ্ব›দ্বী প্রার্থী ফুল চাঁদ বর্মন ১৫ টি ও রেজাউল করিম সরকার ১২ টি। সাধারণ সম্পাদক পদে হাফেজ হাসান ভোট পেয়েছেন ৬৩ টি, প্রতিদ্ব›দ্বী প্রার্থী অলক অধিকারী ০৬ টি ও হুজ্জাতুল ইসলাম ৪৪ টি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান ভোট পেয়েছেন ৮৩ টি ও প্রতিদ›দ্বী প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ২৫ টি।
প্যানেল নির্বাচনে বিনা প্রতিদ›দ্বীতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে আলাল উদ্দিন, সহ সভাপতি ফখরুল আজম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোকছেদুল আলম মোকলেছ, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক এরশাদ হোসেন, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ রায়, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাহার উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়ামিন চৌধুরী, মহিলা সম্পাদক খুরশিদা আক্তার, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহেশ চন্দ্র রায় এবং নির্বাহী সদস্য শাহানুর আলম।