ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকের টাকা ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ভিক্ষুককে মারধর করে তার জমানো নয় হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। সোমবার (১ মার্চ) পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভিক্ষুক মহেলা বেগম (৭৫) গোবিন্দনগর মুন্সির হাট এলাকার মৃত মজির উদ্দিনের স্ত্রী। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন।সারাদিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকা গুণছিলেন। এ সময় দুই তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসার জন্য। এখন আমি কী করব? আমার চিকিৎসা কীভাবে হবে? আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘এমন ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

print
Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম