ঠাকুরগাঁওয়ে আগুন পুড়ল ২২ ঘর

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের নয়টি পরিবারের ২২টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৪ এপ্রিল রোববার রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চমেশ্বরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো শহিদুল ইসলাম, আবদুল হাইসহ আরো সাতটি পরিবার।

বড়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাত কুমার জানান, ধারণা করা হচ্ছে আবদুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা হবে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

print
Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম