
লাল দর্পণ।। ৫ আগস্ট শুক্রবার রাতে সব ধরণের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জ¦ালানি তেল বিশেষ করে পেট্রোল ও ডিজেলের জন্য লালমনিরহাটের পেট্রোল পাম্পগুলোতে ভীড় জমতে থাকে মোটসাইকেল, ট্রাক্টর ও ট্রাক সহ ছোট-বড় যানবাহনের চালকদের।
কিছু কিছু পাম্প কর্তৃপক্ষ উপস্থিত যানবাহনে পূর্ব মূল্যে সামান্য তেল সরবরাহ করে কৃত্রিম সংকট দেখিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেন। অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে কিছু কিছু পাম্প কর্তৃপক্ষকে পুলিশের সহায়তা নিতেও দেখা গেছে। এখনও লালমনিরহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৫ আগস্ট শুক্রবার রাতে দেশে সব ধরণের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ডিজেল এবং কেরোসিন লিটার প্রতি ৩৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১শত ১৪ টাকা। পেট্রোলের মূল্য লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১শত ৩০ টাকা এবং অকটেনের মূল্য লিটার প্রতি ৪৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১শত ৩৫টাকা।