জীবন তরী

 

জীবন তরী
-মো: মোকলেছুর রহমান

ছোট্ট কত জীবন মোদের
তাকি মোরা জানি ?
যতœ করে করব সফল
ছোট্ট জীবন খানি।

জন্মের পর দ্রæত কাটে
মোদের শিশু কাল,
রাত্রি বেলা চোখ মুদলে
যেমনি হয় সকাল।

কিশোর বয়স কেটে যে যায়
দু’চার বছর পরে,
অজান্তে যায় পৌঁছে মানুষ
যৌবনেরো দ্বারে।

যুবাকালের সময় যে ভাই
কাটে শ্রোতের মত,
বিয়ে-সাদী, চাকরী ছাড়াও
দায় দায়িত্ব কত!

বাবা-মায়ের দেখাশুনা
সেবা যতেœর তরে,
সময়গুলো পার হয়ে যায়
যেন মিছিল করে।

দেখতে দেখতে পার হয়ে যায়
সোনালী যৌবন,
চুল পেকে যায়, চোখে চশমা
ক্লান্ত দেহমন।

পড়ন্ত বয়সে আসে
দায় দায়িত্ব যত,
ছেলের চাকরী, মেয়ের বিয়ে
কাজ যে কত শত!

তারপরে ভাই আসে মোদের
নি:সঙ্গ বার্ধক্য,
যায় চলে সব একা ফেলে
করি মোরা প্রত্যক্ষ।

ঘরে বসে করি তখন
স্মৃতি রোমন্থন,
কোথায় গেল সোনালী দিন
সোনালী যৌবন ?

আসুন মোরা সাবধান হই
সফল জীবন গড়ি,
সুখ সাগরে ভাসবে মোদের
ছোট্ট জীবন তরী।

———————–
মো: মোকলেছুর রহমান
কবি ও সাহিত্যানুরাগী
লালমনিরহাট

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম