জাপানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে

লাল দর্পণ।। কয়েকদিন ধরে ভারী বর্ষণে জাপানের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাই মঙ্গলবার পর্যন্ত দেশটির মৃতের সংখ্যা বেড়ে ১২২ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে আটকেপড়া লোকজন উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে।
জাপানে গত তিন দশকের বেশি সময়ের মধ্যে ঘটে যাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এতো বেশি লোকের প্রাণহানির ঘটনা আর ঘটেনি বলে এএফপি সুত্রে প্রকাশ।
বন্যা দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতায় পুলিশ, দমকল বাহিনী ও সৈন্যসহ প্রায় ৭০ হাজার লোক নিয়োজিত রয়েছে বলে জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম