
লাল দর্পণ ।। ৩ জুলাই মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিল, ২০১৮ এর তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়েছে। কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ রিপোর্টটি উপস্থাপন করেন। উপস্থাপিত রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে।
সাংবাদিকতা পেশার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়াবলী যুগোপযোগী করতে একটি ইনস্টিটিউট স্থাপনের বিধানের প্রস্তাব করে গত ১১ এপ্রিল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি উত্থাপন করেন। বিলের বিধান কার্যকর হওয়ার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে এর শাখা স্থাপনেরও বিধানের প্রস্তাব করা হয়। বিলে ইনস্টিটিউটের পরিচালনা ও প্রশাসন এর দায়িত্ব ও কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
বিলে বাংলাদেশ গেজেটে প্রকাশিত রেজ্যুলেশন নং- আইএনএফ/৪ই-২৯/৭৬ রহিত করার প্রস্তাবও করা হয়েছে বলে জানা গেছে।