চেয়ারম্যান মাহমুদুল ইসলামের নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণপদক লাভ

সবুজ আলী আপন ।। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লালমনিরহাট জেলার সফল ও শ্র্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নেতাজী সুভাষচন্দ্র বসু স্বর্ণপদক- ২০১৮ লাভ করেছেন জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল ইসলাম।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক রাজধানীর পুরানা পল্টনস্থ শিশু কল্যাণ মিলনায়তনে ১ জুন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উল্লেখ্য ২০০৩ সাল থেকে এ পর্যন্ত টানা তিনবার নির্বাচিত হয়ে আসা এ চেয়ারম্যান একাধিকবার কালীগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি, জেলায় ও বিভাগে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের পদ অলংকৃতকরণসহ উপজেলায় তিনবার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাহাত্মাগান্ধী সম্মাননা পদক- ২০১৭ লাভ করেন তিনি। এদিকে আবারো সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যানের পদক লাভের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের জনসাধারণ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম