চিরিরবন্দরে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীর গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা

লাল দর্পণ।। দিনাজপুরের চিরিরবন্দরে গলায় দঁড়ি দিয়ে সিফাতী নামের একজন ১০ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। ২ এপ্রিল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের পোস্ট অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিফাতী (১৬) ওই এলাকার মোঃ শাহজাহান আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সিফাতী বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কক্ষের জানালা খোলা থাকায় পরিবারের লোক তাকে আত্মহত্যা করতে দেখে। পরে তার পরিবারের সদস্যরা সিফাতীকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম