
লাল দর্পণ।। লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। অমুসলিম ভাই-বোনদের কাছে ইসলামের সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে, যেন কেউ মাঝখানে ঢুকে ফাঁটল ধরাতে না পারে। ১৮ জানুয়ারী শনিবার দুপুরে তাফসীরুল কুরআনের সময় তিনি এসব কথা বলেছেন।
ইসলামিক সোসাইটি অব লালমনিরহাট এর আয়োজনে এ তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল ‘ শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি’।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে ওয়াজ করেন বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী। আমন্ত্রিত মুফাসসির প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শুরা সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, স্পেশাল ট্রাইব্যুনাল (বিজিবি) এর সহকারী অ্যাটর্নি জেনারেল ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোঃ মাহফুজার রহমান (ইলিয়াস), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতুল্লাহ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মোঃ গোলাপ হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব মিলু, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এর আরজগুজারে এ মাহফিলে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্জ আব্দুল হাকিম। এ সময় বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত হয়ে ওয়াজ শুনেন। মাহফিল সংক্রান্ত মিডিয়া সমন্বয়ে ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির মিডিয়া সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।
মাহফিলের একদিন আগেও শত শত মুসল্লী মাঠে উপস্থিত হয়ে রাত্রি যাপন করার দৃশ্যও দেখা গেছে। অপরদিকে সকাল ১০ টা বাজার আগেই তাফসির মাহফিলের দিকে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মুসল্লীদের জন্য মোট ৪ টি মাঠ প্রস্তুত রাখা হলেও সকাল ১১ টা নাগাদ ওই মাঠ গুলো কানায় কানায় ভরে ওঠে। ব্যাপক জনসমাগমে এন্তেজামিয়া কমিটি হিমসিমে পড়ে যায়।
ড. মিজানুর রহমান আজহারি দুপুর ২ টা নাগাদ মাহফিলে উপস্থিত হয়ে তাফসীর শুরু করেন। তিনি দুপুর ২ টা থেকে প্রায় সাড়ে ৩ টা নাগাদ কুরআনের আলোচনা শেষে মোনাজাতের মধ্যদিয়ে এ তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত করেন।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মাহফিল ময়দানে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা ছিল। মাহফিলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মাঠের নিরাপত্তায় ছিলেন। জনসমাগম ব্যাপক হতে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের টহল জোড়দার করেছিলো।