
স্টাফ রিপোর্টার।। গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন মহিষখোচা গোবর্ধন চড়ে ১২০ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রির মধ্যে ছিল- মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি ও গ্যাস লাইট।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম সোহেল, লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি রেদোয়ান রাঙ্গা, লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক এস আর সোহাগ, লালমনিরহাট সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক রানা, আদিতমারী উপজেলা শাখার টিম লিডার মোছাঃ সোহাগী খাতুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস আদিতমারী শাখার অন্যতম কর্মী আব্দুর রহমান, অর্পিতা দেব, সোহাগ গাজী, আমিনুর ইসলাম ,তাওহীদ প্রমুখ।
উল্লেখ্য যে, সংগঠনটি তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় উৎসাহিতকরণ, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়ে তোলা, টেকসই উন্নয়ন ও পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।