
লাল দর্পণ ডেস্ক ।। কর্মগুণে কর্মবীর গেরিলা লিডার ড. এস.এম. শফিকুল ইসলাম কানু। পিতা- অলি উদ্দিন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজ সেবক এবং মাতা- মেহেরুন নেছা ছিলেন বিদ্যানুরাগী। জন্ম তারিখ- ০১/০৯/১৯৫৪ খ্রি:। স্থায়ী ঠিকানা- গ্রাম: মালগাড়া, ডাকঘর: লোহাকুচি, উপজেলা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট এবং বর্তমান ঠিকানা- খোর্দ সাপটানা (সুরকি মিল), লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট। শিক্ষাগত যোগ্যতা- এম.এস.এস, পিএইচ.ডি। স্ত্রী মোছাঃ সালেহা খাতুন, পুত্র মেজর এস. এম. সালেহ বিন শফি ও এস. এম. সাঈদ বিন শফি, পুত্রবধু এবং নাতনী কে নিয়ে চলছে তার সংসার জীবন। তিনি সস্ত্রীক হজ্ব ব্রত পালন করেছেন।
তিনি সাংবাদিকতা, গবেষণা ও সমাজ সেবায় নিয়োজিত। লালমনিরহাট বার্তা’র সম্পাদক, বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি, লালমনিরহাট প্রেসক্লাব ও রোটারী ক্লাব অব লালমনিরহাট এর সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির আইটি বিষয়ক সম্পাদক, সুজন, নদী বাঁচাও আন্দোলন ও ফেমা এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) এর লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, ডায়াবেটিক সমিতি লালমনিরহাট এর কার্যনির্বাহী সদস্য এবং গ্রামীণ কল্যাণ সংস্থা এর নির্বাহী পরিচালক। তিনি ডায়াবেটিক সমিতি, প্রবীণ হিতৈষী সংঘ, সিনিয়র সিটিজেন ও জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি রোটারী ইন্টারন্যাশনাল এর ‘পল হেরিস ফেলো (পি.এইচ.এফ)’ প্রাপ্ত। তিনি বাংলাদেশ, ভারত ও নেপালে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছেন।
ড. এস.এম. শফিকুল ইসলাম কানু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র গেরিলা লিডার হিসেবে নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেছেন। ‘মওলানা ভাসানীর জীবন ও কর্ম’ শিরোনামে তার একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি লালমনিরহাট প্রেসক্লাবের প্রথম স্মরণিকা সম্পাদনা করেন।