কুমিল্লায় রসূল দরবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা সংবাদদাতা ।। ১ জুন শুক্রবার কুমিল্লার রেসকোর্সে রসূল দরবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রসূল দরবারের পীর সাহেব ফকির সোলেমান শাহ ভান্ডার মহাজন ধামটিপুরী এর সম্মানে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি আওয়ামী লীগের ত্রাণ, পুনর্বাসন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নূরুর রহমান তানিম। বিশেষ অতিথি ছিলেন কুমিলা সরকারী ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু জাফর খান, পীর গোলাম হোসেন চাঁদপুরী, পীর খোরশেদ আলম চাঁদপুরী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস এম কাজী আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মো: ইমরুল হোসেন মাসুম। অনুষ্ঠানে ৩শতাধিক লোকের উপস্থিতিতে বিশ্বশান্তি ও বাংলাদেশের কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মুফতি এম এ বারি।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম