
লাল দর্পণ।। ১১ অক্টোবর বৃহস্পতিবার রাতে কাদের মস্তান এর মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তবারক বিতরণ শেষে এখানে জিকির ও বাউল গানের আসর বসিয়ে আধ্যাত্ম গান পরিবেশন করেছেন কাদের মস্তান প্রেমী বাউল শিল্পীরা।
বাউল ইব্রাহীম খলিল জানান, কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী থানার শিমুলবাড়ী ইউনিয়নে যতীন্দ্র নারায়ণ এলাকায় কাদের মস্তান এর মাজার। এ মাজারের কারণে এলাকাটি ‘মস্তান নগর’ নামে পরিচিতি লাভ করেছে। কাদের মস্তান প্রেমীদের উদ্যোগে এখানে প্রতি বৃহস্পতিবার রাতে প্রায় ২শত দু:স্থ লোকের জন্য তবারকের ব্যবস্থা করা হয়। তবারক হিসেবে দু:স্থদের মাঝে এখানে মূলত: খিঁচুরী সরবরাহ করা হয়। তবারক বিতরণের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও দু:স্থ-অসহায়দের কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। ১৯৯৬ সাল থেকে প্রতি বৃহস্পতিবার এভাবেই দু:স্থদের মাঝে একবেলা খাবার সরবরাহ করে আসছেন কাদের মস্তান প্রেমীরা।
তবারক বিতরণ শেষে রাত ১২টার পর থেকে কাদের মস্তান এর মাজার প্রাঙ্গনে শুরু হয় জিকির ও বাউল গানের আসর। এ আসরে জিকিরের পাশাপশি আধ্যাত্ম গান পরিবেশন করেন কাদের মস্তান প্রেমী বাউল শিল্পীরা। একটানা ফজরের আজানের আগ পর্যন্ত চলে এ আসর। প্রতি বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন এখানে এসে জিকির ও বাউল গানের আসরে রাত্রি অতিবাহিত করে মানসিক প্রশান্তি নিয়ে চলে যান।
কাদের মস্তান প্রেমীরা দু:স্থদের কল্যাণে ও নিজেদের আধ্যাত্ম সাধনার উৎকর্ষতার লক্ষে এ উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।