
লাজু মিয়া, আদিতমারী প্রতিনিধি।। লালমনিরহাটে কাতার চ্যারিটি বাংলাদেশ এর উদ্যোগে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল শনিবার দুপুরে লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার পলাশী এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনছুর উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশী এতিমখানার তত্ত¡াবধায়ক হাফেজ মাওলানা আতিকুর রহমান, পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (পাভেল), কাতার চ্যারিটি প্রতিনিধি মোঃ আবু সাঈদ সহ পলাশী এতিমখানা এবং কাতার চ্যারিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন কাতার চ্যারিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি মিনিকেট চাল, তেল ৫ লিটার, সোলা বুট ৩ কেজি, মুসর ডাল ৩ কেজি, চিনি ২ কেজি, পিয়াজ ২ কেজি, লবণ ১ কেজি ও খেজুর ১ কেজি সহ মোট ৪৭ কেজি ইফতার প্যাকেজ।