করোনা আপডেট- ২৪ জানুয়ারি, রংপুর বিভাগ। কারো মৃত্যু হয়নি, নতুন আক্রান্ত ২৫৪ জন

লাল দর্পণ।। ২৪ জানুয়ারি সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে রংপুরে ৮০ জন, দিনাজপুুরে ৭৫ জন, ঠাকুরগাঁয় ৩৬ জন, পঞ্চগড়ে ১৯ জন, নীলফামারীতে ১৭ জন, গাইবান্ধায় ১১ জন, কুড়িগ্রামে ৫ জন এবং লালমনিরহাটে ১১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি এবং সুস্থ্য হয়েছেন ৮৭ জন। এ নিয়ে রংপুর বিভাগে ৩ লাখ ১৩ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৬ হাাজার ৮৯১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২শত ৫৩ জনের। এ পর্যন্ত ৫৪ হাজার ৫৯২ জন রোগী সুস্থ্য হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে সংক্রমন দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত মোট সংক্রমন ১৮ দশমিক ১৬ শতাংশ। এছাড়া সুস্থ্যতার হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে ২ দশমিক ২০ শতাংশ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম