করোনা আপডেট, রংপুর বিভাগ। মৃত্যু ১৪ জনের, নতুন শনাক্ত ৫৭৫ জন

লাল দর্পণ।। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭৫ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে। রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ২ আগস্ট সোমবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে রংপুরের দুইজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুইজন, নীলফামারীর একজন, লালমনিরহাটের একজন, পঞ্চগড়ের দুইজন ও গাইবান্ধার তিনজন রয়েছেন। এ সময়ে বিভাগে ১ হাজার ৫৭৭ জনের নমুণা পরীক্ষা করে রংপুরে ১৫৪ জন, পঞ্চগড়ে ৪৮ জন, নীলফামারীতে ৬১ জন, লালমনিরহাটে ২৫ জন, কুড়িগ্রামে ৭৯ জন, ঠাকুরগায়ে ৬৭ জন, দিনাজপুরে ৯৭ জন এবং গাইবান্ধায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরে ২৬৮ জন, রংপুরে ২০০ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৬, নীলফামারীতে ৬৬, পঞ্চগড়ে ৫৭, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৩ ও গাইবান্ধায় ৪৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৫ জন। বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১০ জন, রংপুরে ১০ হাজার ১১৫ জন, পঞ্চগড়ে ২ হাজার ৮০৪ জন, নীলফামারীতে ৩ হাজার ৬৭৮ জন, লালমনিরহাটে ২ হাজার ২৭৮ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৬৪১ জন, ঠাকুরগায়ে ৬ হাজার ২০৬ জন এবং গাইবান্ধায় ৩ হাজার ৮৯৫ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোতাহারুল ইসলাম করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম