কবি, ছড়াকার ও চিত্রশিল্পী এস.এম. মাহবুবুর রহমান মনু’র ইন্তেকাল

লাল দর্পণ।। বিশিষ্ট কবি, ছড়াকার ও চিত্রশিল্পী এস.এম. মাহবুবুর রহমান মনু’র ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ০২ মে রবিবার ভোরে তিনি লালমনিরহাট জেলা শহরের নর্থবেঙ্গল এলাকায় নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী ছিলেন।

তিনি ১৯৬৫ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মরহুম সুজাত আলী এবং মাতা- মরহুমা মন্নুজান বেগম। কবি, ছড়াকার ও চিত্রশিল্পী এস.এম. মাহবুবুর রহমান মনু ‘কবি সংসদ বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখা’র সভাপতি এবং নর্থবেঙ্গল মোড়স্থ ‘মন্নু আর্ট’ এর সত্বাধিকারী ছিলেন।

তার লেখা অনেক কবিতা ও ছড়া গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।

তার মৃত্যুতে লাল দর্পণ পরিবার শোকাহত।

পাথরে খোঁদাই করে নিজের কবরের পাশে লাগানোর জন্য এস.এম. মাহবুবুর রহমান মনু যে কবিতাটি লিখেছিলেন-

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম