কক্সবাজারে পাহাড় ধ্বস। একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু

লাল দর্পণ ।। ২৫ জুলাই বুধবার ভোরে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন জামাল হোসেনের মেয়ে মর্জিনা আক্তার (১৪), কাফিয়া আক্তার (১০), মো: আবদুল খায়ের (৮) ও খায়রুন্নেছা (৬)। নিহতদের মা ছেনুয়ারাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মামা খোরশেদুল আলম সুত্রে জানা যায়, বুধবার ভোরে ছেনুয়ারা ঘুম থেকে উঠে বাইরে কাজ করছিলেন। এমতাবস্থায় বিকট শব্দ হয়। তিনি দেখতে পান পার্শ্ববতী পাহাড় ধ্বসে ঘরের উপর পড়েছে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। মসজিদের মাইকেও প্রচার করা হয়। লোকজন এসে দেখতে পান যে, পাহাড় ধ্বসে চারজন শিশু কিশোরী মাটির নিচে চাপা পড়েছে। স্থানীয়রা উদ্ধার তৎ’পরতা চালান। ততক্ষণে ঘুমন্ত চার কিশোরী ও শিশু ঘটনাস্থলেই মারা যান।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম