এ সপ্তাহে চালু হচ্ছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট

যশোর, (শার্শা) প্রতিনিধি।। করোনার অধিক সংক্রমণ ঠেকাতে ও সংক্রমিতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কয়েকটি উদ্যোগ নিয়েছে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি।

আগামী এক সপ্তার মধ্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ ইউনিট। সরকারি কোনো বরাদ্দে নয়-করোনা প্রতিরোধ কমিটি সদস্য ও জনপ্রতিনিধিদের অর্থায়নে ভেন্টিলেটর মেশিনের জন্য প্যাসেন্ট মনিটর ও ইনফিউশন পাম্প কিনে ইউনিটটি চালুর ব্যবস্থা করা হচ্ছে।

১৭ এপ্রিল শনিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ১১ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। সংযোজন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডারসহ আটটি ভেন্টিলেটর মেশিন। কিন্তু ভেন্টিলেটর মেশিন সচল করতে প্যাসেন্ট মনিটর ও ইনফিউশন পাম্প সরকার সরবরাহ করেনি। ফলে ইউনিট চালু করা সম্ভব হয়নি।

গত ৩ এপ্রিল আইসিইউ চালু করার জন্য ২২টি উপকরণ ও মেশিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র প্রেরণ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়। কিন্তু আমলাতান্ত্রিক জঠিলতায় এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

print
Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম