
একুশে ফেব্রুয়ারি
-নাসরিন কাজি
একুশ তুমি জাগ্রত সদা
সকল বাঙালির হৃদয়ে,
ভাষার চেতনায় উদ্দীপ্ত মোরা
প্রাণের ভাষা অন্তরে।
একুশ মানে রক্তে মাখা
কতশত ভাইয়ের তুমুল আবেগ,
একুশের পতাকা স্মৃতিতে মাখা
শত ভাষা শহীদের আত্মত্যাগ।
সেদিন ও ছিলো পথের ধারে
কৃষ্ণচূড়ার সারি ,
কেউ তো পারেনি নিতে
বাংলাভাষার একটি বর্ণও কাড়ি।
বাঙালি মায়ের বুকফাটা
কান্নার ফেব্রুয়ারি,
চির অম্লান থাকুক
একুশে ফেব্রুয়ারি।।