
জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের ডিম বিক্রেতা সেই শতবর্ষী মনছোপ আলী এবং তার বোন নবীসনকে অবশেষে সরকারি বয়স্ক ভাতার আওতায় আনা হলো।
তাদের বৃদ্ধ বয়সের নড়বড়ে হাতে তুলে দেওয়া হলো ভাতার কার্ড। ৫ এপ্রিল সোমবার দুপুরে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের হাত দিয়ে এ ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আয়ুব হোসেন।
এ ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ কে। এছাড়াও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্ভাবক মিজান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন, মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন, তরুণ সাংবাদিক ও সমাজসেবক জিল্লুর রহমান, সাংবাদিক হাসানুল কবীর, জসিম উদ্দিন সহ স্থানীয় ব্যক্তবর্গ।