
লাল দর্পণ।। লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় আদিতমারী উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা দাখিল মাদ্রাসায় ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। ২৭ জুলাই বুধবার বিকাল ৪টায় এ ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, উত্তর গোবধা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আ.ন.ম. ইউনুছ আলী সহ শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, লাল দর্পণ সম্পাদক ড. মোঃ আশরাফুজ্জামান মন্ডল প্রমুখ।
ভিডিও চিত্রে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শিত হয়।