
লাল দর্পণ ।। ঈদ যাত্রা নিরাপদ রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে লালমনিরহাট জেলা পুলিশ বিশেষ চেকপোষ্ট বসিয়ে যাত্রী ও চালকদের সচেতনতা বৃদ্ধি করছেন। জেলা শহরের বাস টার্মিনাল এবং পাটগ্রাম শহরের চৌরাঙ্গী মোড় ও সরকারী কলেজ গেটে করা হয়েছে বিশেষ এ চেকপোষ্ট ও সচেতনতা ক্যাম্প। এসব ক্যাম্পে বৈধ কাগজপত্রহীন যানবাহন আটকে দিয়ে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ।
লালমনিরহাট ট্রাফিক বিভাগ সুত্রে জানা যায়, যানবাহনের ফিটনেস ও চালকদের বৈধ কাগজপত্র চেক করা হচ্ছে এসব চেকপোষ্টে। এ ছাড়াও দুর্ঘটনা এড়াতে চালক ও যাত্রীদের মাঝে সচেতনা বাড়াতে ক্যাম্পেইন করা হচ্ছে। বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ঢাকা লালমনিরহাট মহাসড়কে চলা বরকত ট্রাভেলসের একটি, হানিফ পরিবহনের ২টি, রোজিনা পরিবহনের একটি ও তুনা পরিবহনের একটি বাস আটক করে ইতোমধ্যে মামলা দেয়া হয়েছে। ১৭ আগস্ট শুরু হওয়া এ বিশেষ চেকপোষ্ট থাকবে ২৫ আগস্ট পর্যন্ত।
ছাদে যাত্রী না তুলতে ও অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা না করতে, অপরিচিত কারো দেয়া খাবার না খেতে এবং অজ্ঞান পার্টি ও পকেটমার চক্র থেকে নিজেকে নিরাপদ রাখতে প্রতিটি বাসের যাত্রীদের প্রতি আহবান জানানো হচ্ছে। এ ছাড়াও আসন্ন ঈদ যাত্রা নিরাপদ রাখতে শহরে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। শহর ও কোরবানির পশুর হাটগুলোতে পুলিশী টহলও বৃদ্ধি করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের গুরুত্বপূর্ণ একটি কাজ। যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছতে জনসচেতনতা বাড়াতে পুলিশী টহল ও ট্রাফিক চেকপোষ্ট বাড়ানো হয়েছে। সড়কে জনদুর্ভোগ রোধে ট্রাফিক আইন মেনে চলতে এবং জননিরাপত্তায় পুলিশ সদস্যদের সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান তিনি।