ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচার-প্রচারণায় মুখরিত লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা

লাল দর্পণ।। আগামী ২৮ নভেম্বর লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচন- ২০২১ অনুষ্ঠিত হতে চলেছে। আর এ নির্বাচনকে ঘিরে ২ উপজেলায় প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম ও জনবহুল এলাকা গুলো। প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রার্থী ও তাদের কর্মীদের দিন কাটছে ব্যস্ততায়।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে লালমনিরহাট সদরের ৯টি ও কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৭৫টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে লালমনিরহাট সদরে ৯২টি ও কালীগঞ্জে ৮৩টি ভোট কেন্দ্র রয়েছে।

লালমনিরহাট সদর উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ৪শ ৪২ জন মহিলা ও পুরুষ এবং কালীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৯৬ হাজার ৮শ ৩ জন মহিলা ও পুরুষ ভোটার রয়েছেন।

২ উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ১শ ৭জন। এদের মধ্যে লালমনিরহাট সদরে ৫৫জন এবং কালীগঞ্জ উপজেলায় ৫২জন। ২ উপজেলায় নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

সদর উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ১শ, ২৯ জন ও ইউপি সদস্য ২শ ৩৮জন, কালীগঞ্জ উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৩শ ১৭ জন এবং সদস্য ৩শ ৮জন।

ভোটারা জানান, ভোট কেন্দ্রের পরিবেশ সুস্থ থাকলে তারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। এলাকার উন্নয়নে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন।

উৎসব মুখর পরিবেশে বাধাহীনভাবে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য জেলা প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রগুলোকে কঠোর নজরদারীর মধ্যে রাখবেন বলে জানা গেছে।

ভোটাররা বাধাহীনভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে বিভিন্ন মহল প্রত্যাশা করছেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম