
লাল দর্পণ।। রংপুর বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন মো: আশরাফুজ্জামান মন্ডল। তিনি আদিতমারী উপজেলাধীন উত্তর গোবধা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রংপুর বিভাগ পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। ৩১ মার্চ রংপুর জিলা স্কুলে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি আদিতমারী উপজেলা পর্যায়ে ২০ মার্চ এবং লালমনিরহাট জেলা পর্যায়ে ২৪ মার্চ অনুুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা, লালমনিরহাট জেলার ইতিহাস গ্রন্থের লেখক, বাংলাদেশে গণহত্যা গ্রন্থের সঙ্কলক এবং লালমনিরহাট জেলায় বেসরকারী উদ্যোগে প্রথম মুক্তিযুদ্ধের ভিডিওচিত্র প্রদর্শনকারী। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি রোদ্দুর সম্মাননা- ১৪১১ বঙ্গাব্দ, হামার লালমনি প্রদর্শনী পুরস্কার- ২০০৬, প্রথমআলো-গ্রামীণফোন সম্মাননা- ২০০৬, ‘লালমনিরহাট রতœ’ সম্মাননা- ২০০৭, লালমনিরহাট পৌরসভা সম্মাননা- ২০০৮, আরশীনগর গুণীজন সম্মাননা- ২০১২, কবিসংসদ বাংলাদেশ সম্মাননা- ২০১৪, স্মৃতি’৭১ স্বর্ণপদক- ২০১৫, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার- ২০১৫, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ স্মারক সম্মাননা- ২০১৬, ৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদ স্মারক সম্মাননা- ২০১৬, লালমনিরহাট বার্তা গুণীজন সম্মাননা- ২০১৭ এবং রংপুর বিভাগীয় আইসিটি অ্যাম্বাসেডরস্ সম্মাননা স্মারক- ২০১৯ পেয়েছেন।
রংপুর বিভাগীয় পর্যায়ে লালমনিরহাট জেলা থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অন্যান্যরা হলেন- শ্রেষ্ঠ অধ্যক্ষ/সুপার (মাদ্রাসা) বিষয়ে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা, সদর এর অধ্যক্ষ মো: মোসলেম উদ্দিন এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) বিষয়ে শেখ শফিউদ্দিন কমার্স কলেজ, সদর এর অধ্যক্ষ মো: এন্তাজুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে কেরাত বিষয়ে শ্রেষ্ঠ হয়েছেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা, সদর এর ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইউনুস আলী। বিতর্ক প্রতিযোগিতা (একক) বিষয়ে শ্রেষ্ঠ হয়েছেন আদিতমারী কান্তেশ^র বর্মন বালিকা উচ্চ বিদ্যালয়, আদিতমারী এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া তাহসিম তাপ্তি এবং কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক স্কুল, কালীগঞ্জ এর নবম শ্রেণির শিক্ষার্থী মো: আশরাফুল ইসলাম রবু। তাৎক্ষণিক অভিনয় বিষয়ে শ্রেষ্ঠ হয়েছেন তুষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ এর নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা নওরিন ইশিতা।
এবছর লালমনিরহাট জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬০ জন শিক্ষার্থী, ৪ জন শ্রেণি শিক্ষক, ১ জন স্কাউট শিক্ষক, ১ জন রোভার শিক্ষক, ১ জন বিএনসিসি শিক্ষক, ৪ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তন্মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ৪ জন শিক্ষার্থী, ১ জন শ্রেণি শিক্ষক এবং ২ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।