
আশরাফুজ্জামান
-মো: জাহেদুল ইসলাম সমাপ্ত
ঐতিহ্য প্রেমী অনুসন্ধিৎসু মনা
এতদ্বঞ্চলে তাঁর মতো আছে ক’জনা।
ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির লুপ্ত ধারা
নীরবে হৃদয়ে তাঁর এসে দেয় নাড়া।
আত্মসুখ বিসর্জিয়া ছুটে চলেন নিরন্তর
বুর্জুয়াদের কাছে তা পাগলামী অবান্তর।
না ফিরে পিছন চলেন আপন গন্তব্যে
কিছু যায় আসেনা তাঁর নিরুৎসাহীর মন্তব্যে।
দেশ প্রেম আর তাঁর আত্মচেতনা
তারুণ্যের মাঝে এমন হয়না তুলনা।
‘লালমনিরহাট রতœ’ তাঁর তরে নয় শেষ সম্মান
আমাদের অনুকরণীয় আদর্শ আশরাফুজ্জামান।।
———————————
মো: জাহেদুল ইসলাম সমাপ্ত
কবি ও সাংবাদিক, লালমনিরহাট